ব্লগে এসেছি বেশিদিন হয়নি। এরই ভিতর বিভিন্ন ব্লগারের লেখা থেকে নানা রকম নতুন ও অদ্ভুদ রকমের বানান শিখেছি। আসলে এই নতুন বানানগুলো বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে না ক্ষতি করছে? আপনার মতামত কি?
নিচে দেয়া হলোঃ
শুদ্ধ শব্দ ব্লগীয় শব্দ
মন চায় মঞ্চায়
ভাল লাগা ভাল্লাগা
আপনার আপ্নার
প্রথম পুত্তুম
প্লাস পিলাচ
চার লাইন চার্লাইন
করলে কর্লে
কবিতা কোবতা
একটা এক্টা
উপরে উপ্পে
হয়েছে হৈসে
কিছূ কিসু
দেখলে দেকে
মরতে মর্তে
কেমনে কেম্নে
ও কে উখে
পারলে পার্লে
করছে কর্সে
তিনটা তিন্টা
চারটা চার্টা
শান্ত-শিষ্ঠ শান্টশিস্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।