রাজাকার মুক্ত বাংলাদেশ চাই
আমি আসলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে জানতে চাই। অনেক ব্লগারই আছেন অনেক বড় পোস্ট দেন। সারাদিন সামুতে লগইন করে থাকেন। আমি জানতে চাই, যারা বিবাহিত, তারা সামু কখন দেখেন/ লিখেন?
আমার কর্মক্ষেত্রে সামু ব্যবহারের সুযোগ নাই। বাসায় আসতে আসতে সন্ধ্যা ৭টা হয়ে যায়।
রাতে একটু সামুতে ঢুকলে বউ তেড়ে আসে। বউ'য়ের ইদানিং মনে হচ্ছে, বউ থেকে সামুর প্রতি আমার আগ্রহ বেশি। (বিয়ে করছি ২ বছর মাত্র। )
যাই হোক, আগে ঘর, তবে পর...... এই তত্ত মেনে নিলাম। ফয়সালা হলো,রাতে ৩০ মিনিটের বেশি ইন্টারনেট ব্যবহার করা যাবে না।
আমি কি করতে পারি? কেমনে সময় বাড়ানোর চুক্তি করব?
বি:দ্র: আজকে বউ বাপের বাড়িতে বেড়াতে গেছে, তাই অনেক সময় নিয়ে নেটে আছি। সামুতে আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।