১৯৯২ সালের কথা। বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে "তথ্য পাচার হয়ে যাবে" এই ভয়ে সাবমেরিন ক্যাবল সংযোগ নেয়নি বাংলাদেশ! যদিও ১২ বছর পর এসে সেই ধারণার পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা ইন্টারনেট বিপ্লব থেকে ১২ বছর পিছিয়ে গেছি। তখন যেমন ওই ব্যাপারটি হাস্যকর ছিল তেমনি হাস্যকর যুক্তিতে বাংলাদেশ থেকে ইউটিউব গত ৯ মাস ধরে বন্ধ রেখেছে বিটিআরসি। সম্প্রতি এই বিটিআরসির কিছু আমলা আবারও হাস্যকর অজুহাতে দেশের ইন্টারনেট আপলোড গতি ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়ে আবারও ফিরিয়ে দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।