দুর্যোগের সময় যখন সবাই মিলে একত্রে নিজের স্বজনদের খবর নেওয়ার জন্য ফোন করতে থাকেন তখন অনেকেই নেটওয়ার্কের সমস্যার মুখোমুখি হন। একসঙ্গে অনেকের ফোন করার ফলে অত্যধিক চাপের কারণেই অধিকাংশ ফোন কল এবং মেসেজ ব্যর্থ হয়।
মেই হাসান এক প্রেস রিলিজে জানিয়েছেন, “আমি এমন এক প্রযুক্তির প্রস্তাব করছি, যা আশপাশের যে কোনো তরঙ্গ ব্যবহারের ফলেই সম্ভব হবে। ”
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে।
মেই হাসানের উদ্ভাবিত প্রযুক্তিতে বিশেষ একটি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে।
এটি সাধারণ অ্যান্টেনায় ব্যবহৃত সবদিকে তরঙ্গ পাঠানোর প্রযুক্তির বদলে নির্দিষ্ট দিকে সরাসরি তরঙ্গ পাঠায়। ফলে তরঙ্গটি অন্যান্য তরঙ্গের মাধ্যমে কম বাধা পায়।
মেই হাসান আরও জানান, তার এই প্রযুক্তি রেডিও, টেলিভিশনের তরঙ্গ ব্যবহার করেও করা যাবে। কিন্তু তার ফলে ব্যবহারকারী সাময়িক বাধার সম্মুখীন হতে পারেন।
ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে মেই হাসান জানিয়েছেন, দুর্যোগের সময় ছাড়াও কনসার্ট বা খেলার সময়ও এ ধরনের অসুবিধা হয়।
তার এই প্রযুক্তি সে ক্ষেত্রেও ব্যবহার করা যাবে বলে জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।