আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতি ও পরাবাস্তব বাদুড়

বিদায় - পথের নয়, পথিকের...

ঝুম সন্ধ্যা। চারপাশে নিরবতা ভর করতে শুরু করেছে, মানুষগুলি অলিগলি,আঁকাবাকা, সরু, প্রসস্ত, শুনশান...... বিভিন্ন ধরনের রাস্তা ধরে হেঁটে চলেছে তাদের অনুভূতিগুলোর পদচ্ছাপ এঁকে এঁকে। মাথার উপরে ঝুলে থেকে দেখি, ওদের ফেলে যাওয়া নিয়ন আলোর মতো উজ্জ্বল, লাল, নীল, সবুজ, কাল,, বিভিন্ন রঙের এসব অনুভূতিকে। যদিও আমরা সেভাবে কিছুই দেখতে পাইনা, তবু অনুভূতিগুলিকে স্পষ্ট দেখতে পাই! হ্যা আমি, আমরা সেই ঝুলে থাকা দল, যাদের তোমরা বাদুড় বলো!! আমরা ক্রমশ ঝুলে থাকি, আমাদের চোখগুলি তোমাদের দিকে ফিরিয়ে, আমরা তোমাদের প্রতিনিয়ত দেখে চলি...... তোমাদের অনুভূতিগুলিকে স্পষ্ট দেখতে পাই। এই মাত্র যেই ছেলেটি সারাদিন হাড়খাটুনি খেটে ঘরে ফিরল তার হতাশা গুলো সে ফেলে রেখে যাচ্ছে পায়ের প্রতিটি ছাপে, সেগুলিকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা সবাই, উচ্চ কম্পাঙ্কে নিজেদের মধ্যে সেগুলো ছড়িয়ে দিচ্ছি, অনুভূতিগুলো! মাথার চারপাশে যা কিছু আছে মাথা ঘুরিয়ে ঘুরিয়েই দেখি সব কিছু।

ঐতো হেঁটে যাচ্ছে একটি মানুষ, তার অনুভূতিগুলো কেমন? আমরা ক্রমশ কৌতুহলী হই... আমরা তার হেঁটে আসার অপেক্ষায় অস্থির হয়ে উচ্চ কম্পাঙ্কে, চারদিক প্রচন্ড করে তুলি, আমরা সবাই আগ্রহী হয়ে উঠি, মানুষটির পদচ্ছাপে নীল আর সবুজের মিশেল! "অনুভূতির প্রবল আক্রোশেই এমন রঙ" মত দিয়ে বসল আমার দুই ডাল ওপাশের বাদুরটি। আরেকজন বলল, "না না এ ওর আক্রোশের কারনে নয় এটা ওর স্বপ্নের রঙ হবে হয়তো, একটু আগে ওকে একটি মেয়ের জন্য স্বপ্ন আঁকতে দেখেছিলাম ঐ দূরের ধুঁ ধুঁ মাঠটাতে" মেনে নিল এবার সবাই। শব্দ আমাদের মস্তিস্কে ছবি তৈরি করে, যেসব শব্দ আমরা ফিরে পাই সেগুলো সব ভেসে ওঠে আমাদের চোখের সামনে। এভাবেই তোমাদের পদচ্ছাপগুলো আমাদের ফিরে পাওয়া শব্দের মধ্য দিয়ে ভেসে ওঠে চোখে। ডানা ঝাপটাতে ব্যাস্ত হলাম, উচ্চ কম্পাঙ্কের শব্দ সীমায় ঢুকে পড়ে কখনো কখনো ডুকরে ওঠা কারো কান্নার শব্দ আর তার সাথে অনুভূতিটুকু ফুটে ওঠে আমাদের মস্তিস্কে আমরা স্পষ্ট দেখতে পাই সেসব কান্নামাখা অনুভূতিগুলো।

কারো কারো অন্যায় চিৎকার, খুনসুটি, হতাশা, যন্ত্রনা আর অজানা সব হিস হিস শব্দ। তোমাদের আনন্দমাখা অনুভূতিগুলি আমরা খুঁজে হয়রান হই, খুব কমই মেলে তোমাদের উজ্জ্বল পদচ্ছাপ। তোমরা এত স্বাধীন, অথচ এত অসুখী কেন? পদচ্ছাপ গুলো দিনে দিনে এত অনুজ্জ্বল হচ্ছে অনেক সময় তার অংশবিশেষ আমরা হারিয়ে ফেলি, আর মস্তিস্কে পাই কেবল অনুভূতিশুন্যতা! তোমরা কখনো পিছনে ফিরে দেখোনা! তোমাদের অনুভূতিগুলো কেবল ইলুশন তৈরী করে আমাদের উচ্চকম্পাঙ্কের শব্দে, অতঃপর মস্তিস্কে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।