বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
আচ্ছা এভারেস্ট জয় করার জন্য কত ইউরো প্রয়োজন?
কি কি লাগবে ?
আমি আশা রাখি আমি করতে পারব যদি অনুকূলে হয় ।
শারীরিকভাবে আমি সুস্থ ও পারফেক্ট ।
যেভাবে বাংলাদেশের জন্য মানুষ বিজয় কেতন উড়াচ্ছে, আমারও তাই করতে ইচ্ছা হচ্ছে । তো কিভাবে করা যায় ?
মুসা ইব্রাহিম মিডিয়ার জোড়ে দৌড়াচ্ছে তা বুঝতে পারছি তো আমার এতো মিডিয়ার সখ নাই । যদি কমপ্লিট করতে পারি তাহলেই মিডিয়ায় চেহারা দেখাব ।
সখও আছে হালকা কি পাতলা
নায়ক হতে না পারলাম, না পারলাম ক্রিকেটে ছক্কা মারতে, এভারেস্ট তো জয় করলাম ।
যদিও পাহাড়ে উঠার অভিজ্ঞতা থাকলেও বরফ কেটে ঝুলে ঝুলে উঠার অভিজ্ঞতা হয় নাই । দরকার হলে অস্ট্রিয়ার ছোট খাট পাহারে ট্রায় দিব ।
সমস্যা নাই ।
হায়রে বাঙ্গালী, চাইলাম একটু উতসাহ দিবেন, একটু তথ্য তা না ।
শুধুই মাইনাস । না হ এভারেস্টই উঠব না এর থেকে ঘরের কাছের পাহাড়ে উঠে বসে থাকি ।
ভাল সময় কাটবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।