আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ,শতাব্দীর সঙ্গমে .........

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "

বৃষ্টি শুরু হওয়া, বৃষ্টির আওয়াজকে মনে হয় সেনাবাহিনীর পায়ের শব্দ তীব্র গোলাগুলির শব্দ মনে হয় সার্ব সেনা বহর দেখে দৌঁড়ে পালাচ্ছে কসোবোর অসহায় নরনারী শিশু । এ তাদের পায়ের শব্দ,একটু নিরাপত্তার একটু আশ্রয় খোঁজার শব্দ । ইউ এন ত্রান বহর এসে থামলো ইরাকের তামাটে মরুভুমিতে,টুপটাপ শব্দে নেমে পড়লো সেনারা তাই দেখে বস্তির সব ছেলে দৌঁড়ালো সে দিকে এক হাতে মগভর্তি তেল অন্য হাতে খালি একটু দুধ চাই,শীর্ণকায় ভাইটির জন্য।

এখনো জ্বলছে ইরাক,আফগান আমার বোনের স্কার্ফ হচ্ছে কাফন ছিন্ন তামিল ,লালগড় ,অশান্ত আফ্রিকা, পিদিমের আলোতে ক্ষুদ্র প্যালেস্টাইন সোয়াতের গোধূলীতে তান্ডব নৃত্য। উইঘুরে মাথার খুলি সহ উড়ছে লাল পতাকা ভোলাতে আমারি বোন শেফালি, জরিনারা অসহায় মুখে বলে ওঠে "তোমরা কাপুরুষ"," তোমরা কাপুরুষ"। তোমরা এ বৃষ্টিকে যতই রসিয়ে রসাও, আমি বলি,"বৃষ্টির গর্ভ নষ্ট" । সে শাপিত। মনে হয়না কোনো অমিয় বৃষ্টি জাগাতে পারবে কোন কবির মন সাজাতে পারবে তার প্রতিটি হৃদয় রক্তকনা ।

কবিকূল আজ শরনার্থী শিবিরে আশ্রিত যাদের মুক্ত মনকে ঘিরে আছে অসংখ্য হিংসা বিদ্বেষের প্রহরী এই বৃষ্টি তাদের পায়ের শব্দ শুনায়!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.