আমাদের কথা খুঁজে নিন

   

কোনো এক দিদি

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে

পূর্বদিকে সূর্য ওঠে পশ্চিমে যায় ডুবে আমার শুধু সব কিছু যায় শূন্য থাকে ঘর। ঘরের ভেতর জলের নাচন রক্ত ক্ষরণ নিয়ম করে আগুন জ্বলে যখন তখন নষ্ট হতে ইচ্ছে করে মাঝে মাঝে প্রশ্ন জাগে আমার ধারা কেমনতরো আমি কি খুব অস্বাভাবিক? নয়তো কেন এমন হবে? সবার কাছে যা সুখময় আমার কাছে বিষন্নতা! মাঝে মাঝে এমনও হয় কারো হাতে হাত দেখলে আমার কাছে নোংরা লাগে আমি কি খুব ঈর্ষান্বিত? ভাবতে গেলে কান্না আসে! আয়না দেখে চমকে উঠি এই মুখটাই আমার নাকি! অস্বাভাবিক অস্বাভাবিক ভাবনা আমার এমনতো নয়! এটা কোনো শত্রুর কাজ ঘুমের মধ্যে মুখোশ দিয়ে সারাটা মুখ ঢেকে গেছে এটা কোনো শত্রুর কাজ মাঝে মাঝে ক্লান্ত লাগে দুপুরটাকে রাত্রি ভেবে বিছানাতে শরীর রাখি হঠাৎ করে রোদের আলোয় সারা শরীর ঝাঁ ঝাঁ করে ভুল ভাঙ্গলে সবায় খুশি আমার শুধু কান্না আসে! তবু ভালো কান্না আসে যার জীবনে সব কিছু যায় কান্নাটা তার অনেক কিছু। সবাই বলে আমার নাকি সুখি হবার ক্ষমতা নেই ভাবলে আমার খুব হাসি পায়। চারিদিকে অক্ষমেরা রাজা এবং মহারাজা আঙুল দিয়ে রাজ্য নাচায় আমার বেলাই এমনতরো? আমিই শুধু অন্যরকম! আমি কি খুব অস্বাভাবিক?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.