সেন্টার ফর কমিউনিটি ইনফরমেশন এন্ড ক্রিয়েটিভ মিডিয়া
[ছবিটি আজ সকাল ৯.৩০ মিনিটে কেওড়াকান্দি ফেরী ঘাট থেকে তোলা]
মাওয়া ফেরী ঘাট অথবা কেওড়াকান্দি-মাঝিকান্দি ফেরী ঘাট বা লঞ্চ ঘাটে পানি বিক্রি করে আট-দশ বছরের কয়েকজন কিশোর-কিশোরী । পানি বিক্রি বলাটা এক অর্থে ভুল, কারণ ওরা পানি পান করায়। বিনিময়ে খুশি হয়ে এক টাকা/দুই টাকা যে যা দেয় তাই নিয়ে নেয়। পানি পান করিয়ে চলে ওদের কারো-কারো সংসার। দৈনিক ১০০ থেকে ১৫০ গ্লাস পানি পান করায় এক এক জন। একটি লঞ্চে একজন করে করে পানি পান করতে ওঠে। নিচে থেকেই নির্ধারিত হয় এই লঞ্চে কে উঠবে পানি পান করাতে। তাই ইচ্ছে করলেই কেউ পানি পান করাতে উঠতে পারে না। লাইন ধরে অপো করতে হয়, সিরিয়ালের জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।