অনেক দিন হলো লেখার সময় হয় না। লেখাপড়া নিয়ে ব্যাস্ত থাকতে হয়। এই কয় দিন অনেক কিছুই মনে হয়েছিলো যেগুলো নিয়ে সুন্দর লিখা যেত, এখন আর তা মনে নেই, আসলে এই ব্লগ লিখার উপযুক্ত সময় হলো তখন, যখন যেটি মনে হয় তা নিয়ে লিখা...
যাই হোক, যেটি নিয়ে ভাবছিলাম এখন তা হলো পএিকাতে ভারতের বিমান দুর্ঘটনা-র চিএ গুলি দেখে যেন আমাদের দেশের বিমানের কথা মনে হলো... আমাদের দেশের বিমানের যে অবস্থা, তা নতুন করে আর বলার কিছু নেই। কিছুদিন আগে সম্ভবত পোল্যান্ডে বিমান দুর্ঘটনায় সে দেশের প্রেসিডেন্ট সহ বেশ কিছু গুরুত্ব পূর্ন ব্যাক্তি মারা গেলেন...
বিমানে সাধারনত গুরুত্বপূর্ন ব্যাক্তরাই যাতায়াত করে থাকেন। তাই বিমানকে হতে হয় আপডেট সবসময়।
কিন্ত আমাদের দেশের বড় বড় কর্মকর্তা সহ সবার যেধরনের অভ্যাস গত সমস্যা আছে তা হলো দুর্নীতি করার সময় ভবিষ্যতের কথা মনে থাকে না। এই তো কিছু দিন আগে বর্তমান সরকারের বিমান ো পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত কমিটি খুজে বের করলেন যে, গত দুই দশকে বিমানের কর্মকতা-রা ২০০ কোটি টাকা চুরি করেছেন মানে দর্নীতি করেছন, এ সম্পরকে তাহলে মাথায় আসে কোন খাত থেকে এই চুরিটা আসতে পারে। ধরলাম সেটা হয়তো রক্ষনা বেক্ষন সংক্রান্ত কাজ থেকে এই টাকাগুলো সরিয়ে থাকতে পারেন। আমি এখনো বিমানে উঠার সৌভাগ্য হয়নি। কিন্তু যারা আমাদের দেশের এয়ার লাইন্স-এ যাতায়াত করেন, তাদের নিয়ে আমার চিন্তা হয় দুর্নীতি করা এৈ সব বিমান কি ভাল থাকতে পারে?
আমি একজন সি. এম. এ-র ছাত্র, তাই কষ্ট এক্যান্টস নিয়ে কাজ করতে হয়।
বিমান নিয়েই যখন কথা বলছি তাই এ সম্পর্কে একটি তথ্য দেই......
পৃথিবীর মধ্যে সিংঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিদিন ১,৫০,০০০ লোক কে বহন করে থাকে, আর এর হিসাব রক্ষক মাত্র ৬ জন, আর বাংলাদেশ বিমান কত যে লোক বহন করে তা আমাদের সবার-ই জানা, আর এক্ষেত্রে এর হিসাব রক্ষক হলো ৫০০+, তাহলে আমাদের কথা সিঙ্গাপুর এয়ারলাইন্স তো লাভজনক হবেই। আর আমরা লছ খাবো।
আর একটি উদাহরন দেই, বিমান কর্মকর্তাদের পোশাক প্রস্তুত করেন ঢাকার একটি নির্দিষ্ট টেইলার্স। এখন সিলেটের একজন কর্মকর্তা যখন পোশাক বানাবেন তখন তাকে আসতে হবে ঢাকাতে , আর যেহেতু সে একজন বিমানের লোক তাই বিমানেই আসবে। আচ্ছা তার আসতে এক্ষেত্রে সরকারের গেল ৪০০০-৫০০০ টাকা, এসে তিনি থাকবেন একটি ৪/৫* হোটেলে, এভাবে একদিন চলে যাবে।
পরদিন মাপ-ঝোখ দিয়ে আবারো বিমানে ফিরে জাবেন, এক্ষেত্র-ো একই খরচ হবে। আবার হবে খরচ যখন ডেলিভারী নিতে আসবে......
এই যদি হয় একটি পোশাক বানানোর খরচ এবং সিস্টেম, তাহলে এমন থাকতেই পারে.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।