সূর্যটা ধরবো বলে একবার
হাত বাড়িয়েছিলাম আকাশ পানে,
শেষে আগুনের হল্কায় কুঁক্ড়ে গিয়ে
ধূলিমলিন পৃথিবীর বুকে
উবু হয়ে পড়ে থাকলাম
যুগের পর যুগ।
মুক্তো খুঁজে নেবো বলে
সাগরটাকে শুঁষে নেবার মাতলামিতে পেয়েছিলো আমায় একবার,
অথৈ সায়রে
জলজ শ্যাওলাদের মতন শুধু
ভেসে বেড়ানোই সার হল।
অচেতন দেহটাকে তুলে আনলাম
মানুষের দেশে
মানসীর দেশে
মোমের মতন তনু-মন এক মানবীকে
একে একে শোনালাম
আমার পরাজয়ের সকল পুরাণ
এ নারী সূর্য নয়
এ নারী মুক্তো নয়
তবু কোন্ এক দুর্বোধ্য কারণে
কোন্ এক অদৃশ্য অঙ্গুলি হেলনে
কোমল কর-যুগলের উষ্ণতা থেকে চিরতরে বঞ্চিত হল
আমার ঝলসানো বক্ষপট
আমার নোনাধরা চোখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।