আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দ বেদনার এক অনন্য সাধারণ মুভ্যি--- লাইফ ইজ বিউটিফুল

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

আনন্দের সীমাহীন উচ্ছ্বাস ধীরে ধীরে রুপায়িত হয় বেদনায়। ছবির মাঝেই চোখ ভিজে যায় বাঁধভাংগা জলে। মুহূর্তে জীবন বিপন্নতার মাঝেও অবোধ সন্তানের প্রতি পিতার অপরিসীম চিরন্তন ভালোবাসার এক দ্যুতিময় বিনির্মান--লাইফ ইজ বিউটিফুল। হাসি আর কান্নার এক কালজয়ী সংমিশ্রন। মূল ভাষা ইতালিয়ান। ইংরেজী ডাবিং। কোনো সাবটাইটেল নেই। ইউটিউবে সার্চ দিলে ১২ টি পার্ট পাওয়া যাবে। বিদেশী মুভ্যি ক্যাটিগরিতে ৭১ তম অস্কার বিজয়ী লাইফ ইজ বিউটিফুল ছবির নায়ক রবার্তো বেনিজনির অস্কার পুরস্কার গ্রহণের ক্লিপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.