alamincox@yahoo.com
চাঁদের উত্তর মেরু অঞ্চলে বরফের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ভারতীয় নভোযান চন্দ্রযান-১-এর সঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্থাপন করা মিনি-সার নামের রাডারে ওই বরফের অস্তিত্ব ধরা পড়েছে। গত ১মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সম্মেলনে এ কথা জানান নাসার বিজ্ঞানীরা। নাসার মিনিসার নামের ওই অনুসন্ধানে ৪০টির বেশি বরফখণ্ড শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা এই বরফখণ্ড গুলোয় হাইড্রোকার্বনসহ বিভিন্ন যৌগের সন্ধান পেয়েছেন।
৪১তম লুনার অ্যান্ড প্লানেটারি সায়েন্স কনফারেন্সে এসব তথ্য উপস্থাপন করা হয়। ২০০৮ সালে মনুষ্যবিহীন চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে ভারত। ওই যানের সঙ্গে মিনিসার রাডার যুক্ত করে দেওয়া হয়েছিল। গত বছর চাঁদের অন্ধকার অংশের মানচিত্র তৈরি করার কাজ করে মিনিসার। এর আগে ভারতীয় বিজ্ঞানীরাও চাঁদে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন।
এ ছাড়া নাসার এলক্রস অভিযানেও চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বরফ ও বাষ্পীয় পানির সন্ধান মিলেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।