আমাদের কথা খুঁজে নিন

   

কথার বাঁশি-২৩ (চঞ্চল শিশু)

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে।

ধরা যাক, আপনি আপনার বন্ধুর বাসায় দাওয়াতে গেছেন। সাথে আপনার ৩ বছর বয়সী বাবু। খাওয়া-দাওয়ার সময় হল। টেবিলে সব সাজানো।

আপনার বাবুটা খুব চঞ্চল। সারা ঘরময় ছুটোছুটি করছে। আপনি ওর জন্য প্লেটে খাবার নিচ্ছিলেন। হঠাৎ পাশেই শব্দ হল। ও কখন যে আপনার পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করেননি।

তাকিয়ে দেখলেন, কার্পেটের উপর পানির গ্লাস গড়াগড়ি খাচ্ছে। বাবুর হাত লেগে এই কাণ্ড। আড়চোখে তাকিয়ে দেখলেন, অন্য অতিথিরা কেমন করে যেন তাকাচ্ছে সবাই। কী করবেন আপনি? ১) বাবুকে এলোপাথাড়ি মার লাগাতে থাকবেন। বলবেন, "হতচ্ছাড়া!! পানি ফেলে দিলি কেন? এত দুষ্টু হয়েছিস কেন?" আর আড়চোখে অন্য অতিথিদের দেখবেন।

ওদের মুখ একটু হাসি হাসি হলেই মার থামাবেন। তারপর দেখবেন, আপনার বন্ধু বাসার কাজের লোককে হাঁক দিয়ে আনাবে জায়গাটা পরিস্কার করার জন্য। ২) দৌড়ে গিয়ে টিস্যু নিয়ে এসে নিজেই জায়গাটা পরিস্কার করবেন। মুখ হাসি হাসি করে সবাইকে বলবেন, "পানি পড়েছে, শুকিয়ে যাবে, ব্যাপার না। ছোট্ট মানুষ, খুব দুষ্ট হয়েছে।

এমন আর করে না বাবা!!" তারপর বাবুকে আদর করে দেবেন। আমরা হলে এই দুটার কোনোটাই করতাম না। বাবুকে ঠাণ্ডা গলায় বলা হবে--"যাও, টিস্যু নিয়ে এসো, এটা পরিস্কার করো। " পরিস্কার করার পর আমার বন্ধুকে দেখিয়ে বলা হবে, "যাও, উনাকে স্যরি বলে এসো। " এতে করে বাবু দুটা শিক্ষা পাবে।

এক, যে কাজটা সে করেছে সেটা ঠিক হয়নি, তার আরও সাবধান হওয়া উচিত ছিল এটা জানবে। দুই, সে বুঝতে পারবে, কোনো কাজ ভুল হয়ে গেলে সেটা নিজেকেই ঠিক করতে হবে, অন্য কারো উপর নির্ভরশীল হওয়া চলবে না। সবকিছু ঠিকঠাক মত করতে পারলে বাবুটাকে বুকে তুলে নেব তারপর। এতক্ষণ আদর করার লোভ সামলে দাঁড়িয়ে ছিলাম, সেটাই তো অনেক, তাই না?!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।