আমাদের কথা খুঁজে নিন

   

আসেন কবিতায় ছিঃনেমা দেখি

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

মনে পড়ে সেই দিনের কথা? তোমার সাথে আমার প্রথম দেখা, আমি সিঁড়িঁ দিয়ে নামছিলাম হেলেদুলে, আর তুমি দ্রুত গতিতে উঠছিলে। অতঃপর সংঘর্ষে ভূপতিত হলাম আমরা, সেদিনই বুঝলাম নরম হয় মেয়েদের চামড়া। তোমার হাতে থাকা বই গুলো সব ছিটকে - এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পরলো । তুমি শুয়ে আছো মাটিতে নিথর, আর আমি তোমার বুকের উপর।

চোখে চোখ। । ঠোটে……। থুক্কু। আনমনে মনের গহীনে বেজে উঠলো সুর, তুমি আমি গাইছি।

। গানের সুরে মুগ্ধ হয়ে মেঘমালা জমাট বাঁধলো আকাশে, শুরু হল বৃষ্টি। তুমি আমি ভিজছি। কাকভেজা তোমার ঐ দেহ ফুলে ফেঁপে- দেখাচ্ছিল মিষ্টি কুমড়ার ন্যায়। আর আমার চিকন শরীরে সেই দেহ তুলে ধরতে হয়েছে অনেক শক্তি ব্যয়।

হঠাৎ ঘোর ভাংতেই থেমে গেলো মৌনতা, দেখি চতুর্দিকে চেয়ে আছে উৎসুক জনতা, লজ্জায় লাল তরমুজের মত হল তোমার বদন, আর সকলের সামনে আমি হলাম প্যাচালি মদন। এইখান থিকা আইডিয়া পাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.