আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ে তোর মেকাপ ঠিক আছে তো...?

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...
নীলমেয়েটা আমার জীবনে না আসলে কোনোদিনই অসম্ভব ভালোবাসাটা চিনতে পারতাম না। বুঝতে পারতামনা ভালোবাসার গভীরতাটাও। জানতে পারতাম না যে, আসলেই একটা মানুষ আরেকটা মানুষকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে পারে... নীলমেয়ে! কীভাবে এতো পারো তুমি! কীভাবে সম্ভব হয় তোমার! ইউ আর নট জাস্ট আ ম্যান, ইউ আর এঞ্জেল অলসো... ০২. নীলা, বাইরে আজ এখন বৃষ্টি হচ্ছে খুব। তুমিও নিশ্চয় দেখতে পাচ্ছো! তবুও কেনো তোমাকে বলছি জানো? কারন; খুব স্বাভাবিকভাবেই তোমাকে অনেক মিস করছি আমি। সে---ই পরীক্ষার এক সপ্তাহ আগে তুমি আমাকে একটা রেখে গেছো, আজো খবর নেই! পরীক্ষা তো শেষ, এবার চলে আসো... বাবাকে বলো- তুমি আর থাকতে পারছোনা। বলেই আমাকে জানাও। আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো... নীলা, আজকের এই বৃষ্টিমুখর সময়টাতে সেই দিনটার কথা খুব মনে পড়ছে। যেদিন তুমি আমি জাবির পাশের চিড়িয়াখানায় গিয়েছিলাম। বৃষ্টি হচ্ছিলো খুব... ছোট্ট ছাতার নীচে তখন বারবার আয়না দিয়ে মুখ দেখছিলে তুমি আর বলছিলে, বাবু, দেখোতো মেকাপ ঠিক আছে কিনা..! তোমার মনে আছে- কী হাসিটাই সেদিন হেসেছিলাম আমি..! ভিজে ভিজে ডুবে যাচ্ছে পৃথিবী, আর তুমি ব্যস্ত মেকাপ নিয়ে... হা হা হা... ০৩. নীলা, এখন তুমি মেকাপ করোনা কেনো? আমি তো কোনোদিন তোমাকে না করিনি। তবুও কেনো তুমি মেকাপ করোনা..? বলোতো... নাকি বাড়ী গিয়ে ঠিকই মেকাপ করেছো?! যদি করে-ই থাকো, দেখো তো খেয়াল করে মেকাপ তোমার ঠিক আছে কিনা...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.