আমাদের কথা খুঁজে নিন

   

ধেয়ে আসছে লায়লা। ঘূর্নি ঝড়ের নাম সাধারণত মেয়েদের নাম হয় কেন?

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে দক্ষিন এশীয় অন্চলে যত ঘূর্নিঝড়/কালবৈশাখী/ সাইক্লোন হয়, তার নাম করন করা হয় মানুষের নামে, তাও সেটা আবার মেয়ে মানুষদের নামে। কিছুদিন আগে হয়ে গেল 'আয়লা" তারও কিছুদিন আগে হয়ে গেল আরো একটা সেটাও ছিল মেয়েদের নামে। এবার আসছে ' লায়লা Click This Link কেন এমন নাম রাখা হয় কালবৈশাখির? না কি আবহাওয়াবীদগন বিশেষ কৌশলে এদের দ্বারা আমাদের অন্চল সমূহে আমাদের ঘাড়ে চড়ে বসা কতিপয় মহিলাদের দিকেই ইংগিত করছেন? যেমন, মমতা, সোনিয়া, খালেদা, হাসিনা। কিন্তু এই সমস্ত মহিলাগন ঐ সমস্ত ঝড়ের চেয়েও সর্বনাসা। ঝড়তো একবার এসে চলে যায়, মানুষদের সোজা হয়ে দাড়াবার সুযোগ দেয়, কিন্তু এই মহিলাগনতো আর যায় ন ঘাড় থেকে নামে না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।