বাঙালিত্ব
নার্গিস, সিডর, রেশমি, আইলা, ওয়ার্দার পর এবার আসছে 'লায়লা'। বঙ্গোপসাগরে নিম্ন-চাপ থেকে রূপ নেওয়া সর্বশেষ ঘূর্ণিঝড়টিকে দেওয়া হয়েছে এ নাম। নামকরণ করেছে পাকিস্তান। সোমবার বিকেল নাগাদ গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গতকাল মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় লায়লায় রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখন উত্তাল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।
তবে এর গতিবিধি ঠিক কোনদিকে এবং কতটা শক্তিশালী হবে, তা আজ নিশ্চিত করতে পারবেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহআলম কালের কণ্ঠকে বলেন, সাগরে সৃষ্ট নিম্নচাপটি মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় লায়লায় রূপ নিয়েছে। রাত ৯টায় ঝড়ের অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৯৫ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ২৩০ কিলোমিটার এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। বুধবার সকাল নাগাদ এর সুনির্দিষ্ট গতিবিধি নিরূপণ করা যাবে।
ওই কর্মকর্তা ঘূর্ণিঝড়ের বিষয়ে পূর্বাভাস দিতে গিয়ে বলেন, 'ঝড়টি দ্রুত পরিণত অবস্থায় এলে ভারতের মাদ্রাজের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ধীরগতিতে এলে বাংলাদেশের দিকে আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ আশঙ্কা থেকেই দেশের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। '
এদিকে গতকাল রাত ৯টার আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় লায়লায় রূপ নিয়েছে। এর গতি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বেগে বাড়ছে।
বুলেটিনে আরো বলা হয়, সোমবার সন্ধ্যার পর থেকে সাগরের মেঘনা মোহনায় ঢেউয়ের উচ্চতা বাড়তে থাকে। নিম্নচাপের ফলে সমুদ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ে। মাছ ধরার নৌকা, ট্রলার ও সব নৌযানকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজারে 'লায়লা' আতঙ্ক
কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, উপকূলীয় এলাকাজুড়ে ঘূর্ণিঝড় আতঙ্ক বিরাজ করছে।
মাত্র এক দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ায় কক্সবাজারসংলগ্ন উপকূলবাসী উৎকণ্ঠায় ভুগছে। কক্সবাজারে গতকাল মৌসুমের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, নিম্নচাপের প্রভাবেই উপকূলে তাপমাত্রা বেড়ে গেছে।
এদিকে গত বছরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলার প্রবল আঘাতের অভিজ্ঞতা থেকে লায়লা নিয়ে উপকূলবাসী চরম উদ্বেগের মধ্যে রয়েছে। আইলার সঙ্গে মিলিয়ে তাদের সে আতঙ্ক প্রকাশ পাচ্ছে, 'লাইলা আইয়্যের...।
'
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।