আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীর বহুল আলোচিত নাছির হত্যা মামলাটি প্রত্যাহার হচ্ছে

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন ফেনীর বহুল আলোচিত নাছির হত্যা মামলাটি প্রত্যাহার হচ্ছে। রাজনীতিক মামলা হিসেবে এটি প্রত্যাহার করার জন্য ফেনী জেলা পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ২৯ মার্চ সকাল ১১ টায় ছাত্রদল নেতা তুষার হত্যার প্রতিবাদে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি ট্রাংক রোড পিটিআই স্কুল সংলগ্ন পশ্চিম গেইটের কাছে পৌঁছলে আজহারুল হক আরজু, একরামুল হক একরাম, শাহজাহান সাজু, বাহার, সুমন, রাসেল, সোহেল, শাহ আলম, স্বপন, খোকন, লিটন, আদেল, সিরাজ, শিবলু, বাবু (১), বাবু (২), জহির, সাজু (২) সহ আরো ২৫-৩০ জন সন্ত্রাসী তাদের হাতে থাকা কাটা রাইফেল, দুই নলা বন্দুক, পিস্তল, রিভলবার, বোমা সহ অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মিছিলটির উপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে শরিফুল ইসলাম নাছির নিহত হয়।

আহত হয় মনোয়ার হোসেন দুলাল সহ ১৫-২০ জন। ১৯৯৭ সালের ৩১ মার্চ আহত দুলাল বাদী হয়ে ফেনী থানায় মামলা দায়ের করে। ফেনী থানার ওসি মামলা তদন্ত করে ১৯ জনকে আসামী করে অভিযোগ দাখিল করে। তৎকালীন বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া সহ বহু নেতা এর বিচার দাবী করেন। পরবর্তীতে ফেনী দায়রা জজ (জি.আর- মামলা নং- ৬৬/৯৭, দায়রা-১৯/০২) মামলাটি গুরতর মনে করে অভিযোগ গঠন করেন এবং ১০ জন সাীর স্যা গ্রহণ করেন।

সাীগণ আসামীদেরকে চিহ্নিত করে সাী দেয়। এদিকে মামলাটি গুরুতর মনে করে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়। কিন্তু আসামীরা বার বার স্থগিতাদেশ মামলাটি আর অগ্রসর হতে পারিনি। বর্তমানে হাইকোর্টে স্থগিত অবস্থায় আছে। বহুল আলোচিত নাছির হত্যা মামলাটি রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যাহার করার সিদ্ধান্ত জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.