আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীর তিন আসনে জয়নাল হাজারী

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার ফেনীর তিনটি সংসদীয় আসনে ১১টি মনোনয়নপত্র জেলা রিটার্নিং কার্যালয়ে জমা পড়েছে।

ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন এমপি জয়নাল হাজারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, ফেনী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবদীন হাজারী, জাসদের কেন্দ্রীয় নেতা শিরিন আক্তার, জাতীয় পার্টির এ টি এম গোলাম মাওলা, বিএনএফ থেকে শাহরিয়ার ইকবাল।

ফেনী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবদীন হাজারী। ফেনী-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল বাশার, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবদীন হাজারী ও জেদ্দা আওয়ামী লীগের সভাপতি হাজী রহিম উল্যাহ, জাতীয় পার্টির আনোয়ারুল কবির রিন্টু আনোয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.