দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার ফেনীর তিনটি সংসদীয় আসনে ১১টি মনোনয়নপত্র জেলা রিটার্নিং কার্যালয়ে জমা পড়েছে।
ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন এমপি জয়নাল হাজারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, ফেনী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী খায়রুল বাশার মজুমদার তপন, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবদীন হাজারী, জাসদের কেন্দ্রীয় নেতা শিরিন আক্তার, জাতীয় পার্টির এ টি এম গোলাম মাওলা, বিএনএফ থেকে শাহরিয়ার ইকবাল।ফেনী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবদীন হাজারী। ফেনী-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল বাশার, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবদীন হাজারী ও জেদ্দা আওয়ামী লীগের সভাপতি হাজী রহিম উল্যাহ, জাতীয় পার্টির আনোয়ারুল কবির রিন্টু আনোয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।