আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীর নির্বাচন কমিশনের অফিসে অগ্নি সংযোগ

নির্বাচনী তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপি ও সমমনা ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে টায়ারে অগ্নিসংযোগ করে ও সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে শিবির কর্মীরা।

এছাড়া শহরে শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে বিএনপি। মহাসড়কসহ শহরের বিভন্ন স্থানে থেমে থেমে ককটের বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এছাড়া ভোর রাত ৪টার দিকে ফেনী সদর উপজেলার নির্বাচন কমিশনের অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

আজ বেলা ১১টার দিকে ইসলামী ছাত্র শিবির ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ও পল্লী বিদু্যত এলাকায় সড়কে বেশ কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সময়ে শহরের শহীদ শহীদুল্লায় কায়সার সড়কে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল করে ১৫/১৬টি পটকার বিস্ফোরণ ঘটায়।

এসময় তারা বেশ কয়েকটি ইজি বাইক ভাংচুর করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ র্যাবের পাশাপাশি পুলিশের স্পেশাল ফোর্স কোবরা মোতায়ন রয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.