আমাদের কথা খুঁজে নিন

   

হলিউড বক্স অফিস রিভিউ (আয়রন ম্যান সপ্তাহ)

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

বক্স অফিসে ঝড় তুলতেই যেন ২০০৮ সালের মুভি আয়রন ম্যানের সিক্যুয়েল আয়রন ম্যান টুয়ের গত সপ্তাহে রাজসিক অভিষেক। উদ্ধোধনী আয়ের ক্ষেত্রে মুভিটি সর্বকালের ৫ম সেরা উপার্জনকারী মুভি হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে। ৪ হাজার ৩৮০টি হলে মুক্তি পেয়েছে প্যারামাউন্ট পিকচার্স ও মাবেল কমিকসের সুপারহিরো মুভি আয়রন ম্যান টু। প্রথম সপ্তাহে মুভিটির আয় দাঁড়িয়েছে ১৫৯.১৬ মিলিয়ন মার্কিন ডলার। পূর্ববর্তী ব্লকবাস্টারগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায় যে, আয়রন ম্যান টু স্পাইডার ম্যান থ্রির (২০০৭) তুলনায় ১৩ শতাংশ পিছিয়ে আছে।

অবশ্য প্রথম আয়রন ম্যানের (২০০৮) তুলনায় আয়রন ম্যান টু আয়ের দিক থেকে ২৬ শতাংশ এগিয়ে আছে। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় ৬৯ পাসেন্ট কম আয় করেছে ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত এ নাইটমেয়ার অন এল্ম স্ট্রীট। রিলিজের দ্বিতীয় সপ্তাহের ১২.০৫ মিলিয়ন ডলার নিয়ে বক্স অফিসের দ্বিতীয় স্থানে থাকা নাইটমেয়ারের মোট আয় এখন ৫১.৪১ মিলিয়ন ডলার। যা গত বছরের ফ্রাইডে দি থার্টিথ থেকে ১০ শতাংশ কম এবং ২০০৭ সালের হরর মুভি হ্যালোউইন থেকে ১১ শতাংশ বেশি। ৩ হাজার ৩৩২টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে মুভিটি।

চার্টের তিন নম্বরে থাকা হাউ টু ট্রেইন ইউর ড্রাগন ২০০ মিলিয়ন ডলারের মাইলস্টোন অতিক্রম করেছে। গত সপ্তাহের ৮.৩১ মিলিয়ন ডলারসহ সাত সপ্তাহে এই ব্লকবাস্টার মুভিটির আয় ২০২.৬৪ মিলিয়ন ডলার। ৩ হাজার ৩০৩টি হলে দর্শকরা দারুণ উপভোগ করছেন এই কম্পিউটার এনিমেটেড চলচ্চিত্রটি। চতুর্থ স্থানটি এখনও নিজের করে রেখেছে টুয়েনটিথ সেঞ্চুরি ফক্সের রোমান্টিক কমেডি ডেট নাইট। গেল সপ্তাহে ২ হাজার ৭৩৪টি থিয়েটার থেকে যার আয় ৭.১৪ মিলিয়ন ডলার।

পাঁচ সপ্তাহ পার করা মুভিটি সব মিলিয়ে পকেটস্থ করেছে ৮২.৭০ মিলিয়ন ডলার। বক্স অফিসের তৃতীয় থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে দি ব্যাক-আপ প্ল্যান। হাউ টু ট্রেইন ইউর ড্রাগনের সমান সংখ্যক ৩ হাজার ৩০৩টি হলে চলছে সিবিএস ফিল্মসের চলচ্চিত্রটি। হলগুলোতে গত সপ্তাহে গড়ে ১৩২ ডলার করে আয় করেছে মুভিটি। মুক্তির তিন সপ্তাহে দি ব্যাক-আপ প্ল্যানের মোট আয় ৩১.৭৩ মিলিয়ন মার্কিন ডলার।

গত সপ্তাহে লিমিটেড রিলিজ হয়েছে ফোকাস পরিবেশিত ডকুমেন্টারি মুভি বেবিস। মাত্র ৫৩৪টি থিয়েটারে মুক্তিপ্রাপ্ত বেবিস সপ্তাহান্তে সম্মানজনক ২.৮৯ মিলিয়ন ডলার তুলে আনতে সক্ষম হয়েছে। অন্যদিকে শীর্ষ ১০ থেকে বিদায় নিয়েছে ফারি ভেনজান্স মুভিটি। এবার দেখে নেওয়া যাক সপ্তাহান্তে হলিউড বক্স-অফিসের শীর্ষ ১০টি মুভি : ১. আয়রন ম্যান টু ২. এ নাইটমেয়ার অন এল্ম স্ট্রীট ৩. হাউ টু ট্রেইন ইউর ড্রাগন ৪. ডেট নাইট ৫. দি ব্যাক-আপ প্ল্যান ৬. ক্ল্যাশ অব দ্য টাইটানস (২০১০) ৭. ওশ্যানস ৮. দি লুজারস ৯. ডেথ অ্যাট এ ফিউনারেল ১০. কিক-অ্যাস

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।