আমাদের কথা খুঁজে নিন

   

হলিউড বক্স অফিস রিভিউ (০৮.০৫.১০)

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

গত সপ্তাহে মুক্তি পেয়েছিল আর (R) রেটিং প্রাপ্ত হরর রিমেক মুভি এ নাইটমেয়ার অন এল্ম স্ট্রীট। প্রদর্শনীর প্রথম দিন থেকেই বক্স অফিসের শীর্ষস্থানে থাকা মুভিটি সপ্তাহের শেষেও নিজের অবস্থান ছাড়েনি। অবশ্য মুভিটি সপ্তাহের প্রথম দিকের তুলনায় শেষ দিকে শতকরা হারে দর্শক কম পেয়েছে। দ্বিতীয় সপ্তাহে গড়াতে যাওয়া মুভিটির জন্য যা ছিল অশুভ সংকেত। কারণ এ নাইটমেয়ার অন এল্ম স্ট্রীটের দ্বিতীয় সপ্তাহে রিলেজের তারিখ পড়েছে ব্লকবাস্টার মুভি আয়রন ম্যান টুয়ের।

এল্ম স্ট্রীট মুক্তির ৬ষ্ঠ দিন পর্যন্ত আয় করেছে ৩৮.০৮ মিলিয়ন ডলার। যা ২০০৭ সালের হরর মুভি হ্যালোউইন থেকে ১৫ শতাংশ বেশি এবং ফ্রাইডে দি থার্টিথ থেকে ১৭ শতাংশ কম। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা হাউ টু ট্রেইন ইউর ড্রাগন বক্স অফিসে সুবিধাজনক অবস্থানেই আছে। রিলিজের ৪১তম দিনে মুভিটির আয় দাঁড়িয়েছে ১৯৩.৮৬ মিলিয়ন ডলার। অর্থাৎ আর মাত্র ৬.১৪ মিলিয়ন ডলার আয় করলেই মুভিটি ২০০ মিলিয়ন ডলারের মাইলস্টোন অতিক্রম করবে।

চার্টের তৃতীয় মুভি দি ব্যাক-আপ প্ল্যানের আয় শতকরা হারে কমেছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহের বুধবারে প্রথম সপ্তাহের বুধবারে তুলনায় জেনিফার লোপেজের এই কমেডি মুভিটি ৪২ পার্সেন্ট কম আয় করেছে। ১৩ দিনে ব্যাক-আপ প্ল্যানের মোট উপার্জন হচ্ছে ২৪.৫৬ মিলিয়ন ডলার। তবে এই সপ্তাহের রবিবার মা দিবস উপলক্ষে মুভিটির আয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ওয়াইড রিলিজ মুভিগুলোর মধ্যে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছে ৪র্থ স্থানে থাকা ডেট নাইট।

২৭ দিনে যার মোট আয় হচ্ছে ৭৫.০৬ মিলিয়ন ডলার। বক্স অফিসের পাঁচ থেকে সাত পর্যন্ত স্থান তিনটির মুভিগুলো দৈনিক আয় অনুসারে বেশ কাছাকাছি অবস্থানে আছে। যেমন বুধবারে ক্ল্যাশ অব দ্য টাইটানস, দি লুজারস ও কিক-অ্যাসের আয় ছিল যথাক্রমে ০.৩৮ মিলিয়ন, ০.৩৭ মিলিয়ন ও ০.৩৫ মিলিয়ন মার্কিন ডলার। গত সপ্তাহে শীর্ষ ১০ থেকে বিদায় নিয়েছে দি লাস্ট সং ও হট টাব টাইম মেশিন মুভি দুটি। এবার দেখে নেওয়া যাক সপ্তাহান্তে হলিউড বক্স-অফিসের শীর্ষ ১০টি মুভি : ১. এ নাইটমেয়ার অন এল্ম স্ট্রীট ২. হাউ টু ট্রেইন ইউর ড্রাগন ৩. দি ব্যাক-আপ প্ল্যান ৪. ডেট নাইট ৫. ক্ল্যাশ অব দ্য টাইটানস ৬. দি লুজারস ৭. কিক-অ্যাস ৮. ডেথ অ্যাট এ ফিউনারেল ৯. ওশ্যানস ১০. ফারি ভেনজান্স



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।