মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
মুক্তি পেয়েই প্রথম সপ্তাহে বক্স অফিসের শীর্ষ স্থানটি নিজের করে নিল দি ব্যাক-আপ প্ল্যান। এর আগের সপ্তাহ জুড়ে চলছিল হাউ টু ট্রেইন ইউর ড্রাগন ও কিক-অ্যাসের মধ্যে টম অ্যান্ড জেরী শো। কিক-অ্যাস মুক্তির পর ড্রাগনকে প্রথম স্থান থেকে কিক আউট করলেও বক্স অফিসে পাঁচ সপ্তাহের ট্রেইনিং প্রাপ্ত হাউ টু ট্রেইন ইউর ড্রাগন এবার কিক-অ্যাসকেই কিক করলো। সুতরাং ব্যাপার যা দাঁড়াচ্ছে তা হলো, প্রথম স্থানটি পরিকল্পনামাফিক ব্যাক-আপ প্ল্যানের এবং বক্স অফিসের দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে হাউ টু ট্রেইন ইউর ড্রাগন ও কিক-অ্যাসের অধিকারে।
জেনিফার লোপেজ অভিনীত সিবিএস ফিল্মসের রোমান্টিক কমেডি ব্যাক-আপ প্ল্যান ৩ হাজার ২৮০টি হল থেকে পকেটস্থ করেছে ১৪.৯০ মিলিয়ন মাকিন ডলার।
পিছু পিছু থাকা স্টিভেন স্পিলবার্গের প্রডাকশন হাউস ড্রিমওয়ার্কসের অ্যানিমেশন মুভি হাউ টু ট্রেইন ইউর ড্রাগন গেল সপ্তাহের আয় নিয়ে রিলিজের ৩৪ দিনে উপার্জন করেছে ১৮০.৭৯ মিলিয়ন ডলার। মুভিটি ব্যাক-আপ প্ল্যানের চেয়েও বেশি মোট ৩ হাজার ৬৫৫টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও ৩,০৬৫টি হলে চলছে কিক-অ্যাস। ১৩ দিনে কিক-অ্যাসের আয় দাঁড়াচ্ছে ৩৭.০২ মিলিয়ন ডলার। ৮৬টি থিয়েটার হারালেও ৩ হাজার ২৯৪টি থিয়েটারে চলতে থাকা মুভি ডেট নাইটের গড় আয় ভালোই হচ্ছে।
২০ দিনে ডেট নাইট মোট ৬৫.৩৪ মিলিয়ন ডলার আয় করেছে। ওয়ার্নার ব্রাদাসের পিজি-১৩ রেটিং প্রাপ্ত নতুন কমিক বুক মুভি দি লুজারসের বক্স অফিস পরিস্থিতি সন্তোষজনক নয়। মুক্তির প্রথম ছয় দিনে মুভিটির আয় ১১.৫২ মিলিয়ন ইউএসডি। মনে হচ্ছে শিগগির 'দি লুজারস' হলগুলোতে লুজার হিসেবে পরিগণিত হবে। গত সপ্তাহেই রিলিজপ্রাপ্ত ডিজনিনেচারের নেচার ডকুমেন্টারি মুভি ওশ্যানস তালিকার সপ্তম স্থানটি অর্জন করতে সক্ষম হয়েছ।
সাত সপ্তাহ জুড়ে হলিউড বক্স অফিসের শীর্ষ দশে থাকা 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' অষ্টম সপ্তাহে টপ টেন চার্ট থেকে বিদায় নিয়ে এখন ১১ নাম্বরে আছে। মুভিটি এ পর্যন্ত স্বদেশে আয় করেছে ৩২৮ মিলিয়ন ডলার।
এবার দেখে নেওয়া যাক সপ্তাহান্তে হলিউড বক্স-অফিসের শীর্ষ ১০টি মুভি :
১. দি ব্যাক-আপ প্ল্যান
২. হাউ টু ট্রেইন ইউর ড্রাগন
৩. কিক-অ্যাস
৪. ডেট নাইট
৫. দি লুজারস
৬. ক্ল্যাশ অব দ্য টাইটানস
৭. ওশ্যানস
৮. ডেথ অ্যাট এ ফিউনারেল
৯. দি লাস্ট সং
১০. হট টাব টাইম মেশিন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।