ঘরপোড়া গরু হলেও এখনো মেঘ দেখে ভয় পাই নি...
রমনী, তোমার রূপের আগুন
আঁচ দেয় আমার হৃদয়ে
আজ তবু থাক তোমার রূপের ময়নাতদন্ত —
তোমার ওই ধনুক-বাঁকা ভ্রূ
কিংবা গোলাপরাঙ্গা ঠোঁট
এসবের বিচার তোলা থাক
কোনো শ্রাবণ সন্ধ্যার জন্য।
শুধু, রমনী, উত্তপ্ত লালচে কয়লার মতো
তোমার ওই রূপ—
এই শীতার্ত হৃদয়ে আঁচ দিক,
করুক মাতাল —
পরাবাস্তবিক এক মায়ার জগৎ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।