আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। বজ্জাতির জন্য ফরাসিদের খ্যাতি (!) আছে। নারী সঙ্গ অন্য সবার মত তাদেরো প্রত্যাশা। তবে নিজেদেরকে সে ভাবে প্রকাশ করতে ভয় পান অনেক পুরুষ।
আর তাদের জন্য সে দেশের নারীর মনভোলানোর স্কুল খোলা হয়েছে। এ ইশকুলের নাম সেডাকসন ইশকুল। ওই ইশকুলে অনেক পুরুষ ভর্তিও হয়েছেন বিবিসি বাংলার এক খবর থেকে জানলাম । ৭ জানুয়ারী তারা ওই খবর প্রকাশ করে।
খবরটা শুনে হাসি পেল।
যে ফরাসির নারীর শরীর ভোগ করার জন্য নিজের দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছুটে বেড়ান। বিশেষ করে থাইল্যান্ড, সিঙ্গাপুর। তাদের এ অবস্থা দেখে সত্যি মায়া লাগলো । খবর মতে, তারা নাকি মেয়েরা প্রত্যাখ্যান করবে এ ভয়ে কুঁকিয়ে আছে। বেচারা ফরাসি।
রমনীমোহন বলেই যাদের খ্যাতি তাদের এ দুরবস্থা!
তবে প্রতিবেদনে মেয়েদের সম্পর্কে যে হালকা প্রশংসা কাজে আসে না সেটিও তুলে ধরা হয়েছে। ভালো লাগলো।
প্রশংসাবানে সেখানকার মেয়েরা বিদ্ধ হচ্ছেন না। কিন্তু আমাদের দেশে হন। লোভে পড়ে যান।
লোভ থেকে সর্বনাশ। তাই নারীরা সাবধান হোন। বিবিসির খবর মতে, পুরুষরা নারীর মন ভোলাতে চাইলে মেদ কমান!
বাপ্পি লাহিড়ি তার গানে বলেছেন , যদি মেয়েদের মন পেতে চাও/ হেলথ ক্লাবে যাও। '
হা হা হা... আমার ওজোন কিন্তু ৮৪ কেজি! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।