আমাদের কথা খুঁজে নিন

   

অচিন রমনী

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই নয়নে নয়ন রাইখা ভিন গাঁওয়ের অচিন রমনী আগলায় অগ্নি রূপ বাঁকা তার কাজলের ছেনি চিনা নাহি দিব কন্যা ডুবে কন্যা গাত্র মাঞ্জন করে সিনানে নামিয়া নারী কেশবতী কেশ আওলা করে বরজের পান পত্রে রাঙ্গা ঠোঁটে ছলনার হাসি বেভুলা নিলজ্জ আমি, দিককানা জলের সন্ন্যাসী বাহুতে যৈবনা জল, ঢেউয়ে দোলে সুরুজের বাতি কে জানে রমণী মন, কিবা ধর্ম কিবা তার জাতি চিনা নাহি দেয় কন্যা কলসী তুলিছে কাঙ্খে তার একাকিনী পন্থ ধরে কার ঘরে গড়িল সংসার? মেঘে মিলে জমি তীরে, অতি দুরে বিজলী ঝিলায় পাড়ে আমি গাঙ্গের নাগরী নিদারুণ হতাশা বিছরায় -- ড্রাফট ০.৫  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।