আমাদের কথা খুঁজে নিন

   

সাদা শাড়িতে সম্ভ্রমের লাল আলতা



আজ ভোরে দেখি বাগানের একটি ফুল শিশিরের ছোঁয়ায় সিক্ত হয়ে আছে । শিশিরের প্রতিটি কণা রক্তকণার মত দেখতে ! এ যেন সাদা শাড়িতে সম্ভ্রমের লাল আলতা ! আমি শোনেছি বিগত রাতের শুক্লপক্ষে বাগানে গুঁমরে কান্নার করুণ শব্দ ! আমার চোখের সামনের এই দলিত ফুলটি হয়ত গতরাতে কেঁদেছিল সম্ভ্রম হারাবার ভয়ে ! আজ ক্ষত-বিক্ষত, রক্তাক্ত অভয়ব লয়ে নির্জীব-শূন্য, উদাস দৃষ্টি আকাশ পানে । এ যেন বিধাতার কাছে ফরিয়াদ নয়, তিরস্কার ! নরপশুর পৈশাচিকতায় শুভ্র পাপড়িগুলো আলতার রঙে-রঙিন হয়ে বসে আসে প্রতীক্ষায়; বধু সাজে কোন রাজকুমারের জন্য নয়- এ প্রতীক্ষা দূর আকাশ হতে ডাক শোনার ! রচনাকাল : ১৮। ০৫।২০১০ইং উৎসর্গ : ঐ সকল নারীদের , কোলষিত সমাজ যাদের সুন্দর জীবনটাকে কেড়ে নিয়ে মৃত্যু উপহার দেয় !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.