সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
জন্মান্তরের মাঝে আমাকে খুজি নিরবধি
মানব জীবনের জন্ম নাকি-
মৃতপুরির আর্তনাদ--
বাতাসে লাশের গন্ধ আর নব শিশুর
স্রাবের গন্ধ একাকার
জন্মান্তর তবে কি?
আমি কি এখন ভেসে যেতে চাই
নীল আকাশের সাগর ভেলায়?
তোমরা কি এখোন সবুজ খোজ
প্রেমিকার অন্ধ নাওয়ে?
এখনো কি সকাল হয়
চরুই পাখির চিৎকারে?
এইযে দেখ গো গ্রাসে গিলছে
প্রতিযোগীতার বাজারের নরপশুরা
হায়রে মানব দেখ
মানব শিশু খাচ্চে মাটির দলা
গান্নে গ্রামের মানুষ মরে না পাওয়ার রাস্তায়
তবে কি জন্মান্তর বাদ মানে
আবার নরকে ফিরে যাওয়া?
বিল রা দেখ নারী শোকে রাতের বেলায়
লাল ওয়াইনের মাতাল দেখ নারীটা
খাদ্য নয় তেল চাই কাদছে দেখ জর্জ শকুন টা
তারপরও বল পৃথিবী আমার স্বর্গ উদ্যান
সাদা জমেররা শাসন করে তোমার জমি
অবসন্ন আজ খুব অবসন্ন তোমাদের পৃথিবী।।
আর কততততততততততততততততততততত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।