আমাদের কথা খুঁজে নিন

   

অবসন্ন অবসর.......................

অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ ...........
প্রতিদিন বিছানায় শুয়ে শাদা দেয়ালটার দিকে তাকিয়ে থাকি অনেকগুলো গল্প এসে ভিড় করে আমি কবিতা লিখিনা বরং গল্প লিখতে শুরু করি। এখনও রিক্সা করে ঘুরে বেড়াতে থাকি বৃষ্টিতে তখন আর খোলা আকাশ দেখিনা--- সময়টুকু বেচে যায় বলে আর কবিতা ছড়ায়না, বরং কিছু গল্প লিখতে শুরু করি। কবিতার ব্যাপ্তি নিয়ে হঠাৎ চিন্তা ছেড়ে দিয়েছি--- চরিত্রের সংখ্যাগুলোকে কমিয়ে বরং কিছু গল্প লেখা শুরু করি। মাঝে মাঝে একা একা নাটক দেখতে যায়-- উপরের দিকের সবচেয়ে কোণের চেয়ারটা খুব পছন্দের -- সেখানেও বসে আমি ছন্দে হারায়না, বরং এক একটি চরিত্র টপকে আমি খুচরো কিছু গল্প বানিয়ে ফেলি। নির্ঘুম রাত্রিতে এপাশ ওপাশ করতে গিয়ে সেলের দিকে হাত বাড়ায়নি আজ-- যাতে কবিতা লিখতে না হয়। তারচেয়ে বরং মাথার কাছ থেকে খুচরো কাগজ টেনে নিই-- প্রচণ্ড সময় নিয়ে নাহয় একটা গল্পই লিখতে থাকি। (লেখাটা গল্প কবিতা কোনটাই হলনা । তাই এর নাম দেয়া যায় গবিতা)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।