আমাদের কথা খুঁজে নিন

   

তোমার সব অনুভুতিতে যা কভু হবেনা অবসন্ন?

আমি আকাশ নীলীমায় ঘেরা তোমায় যেদিন প্রথম দেখলাম, উপলব্ধি করতে পারিনি ভালবাসা আসলে কি! কিন্তু এখন বুঝতে পেরেছি আমার জীবনে তোমার অবস্থান কতখানি! মুখে বলেছি না জানি কতবার তোমায় ভালবাসি- কিন্তু যখন অতিক্রান্ত হয়ে গিয়েছে কিছুটা সময়, উপলব্ধি করতে পেরেছি আসলে কতটা ভালবাসি তোমায়! আমার প্রতিটি হৃৎস্পন্দনে মিশে আছো তুমি আমার প্রতিটি বিশ্বাসে মিশে আছো তুমি আমার সকল অনুভুতিতে মিশে আছো তুমি তুমি তুমি তুমি কেবলই তুমি! জানি না কি মায়ায় জড়ালে আমায়, আমার অনুভবে আচ্ছন্ন হয়ে আছি আমি! প্রত্যেক নিশ্বাসে শুধু তোমাকেই খুঁজছি আমি। আমার জীবনে মিশে আছে কিছু ব্যথা আর কিছু পাওয়া না পাওয়ার কথা! সব কিছু ছাড়িয়ে আমি তোমাকে পেয়েছি! তোমাকে পেয়ে যেন আমি ফিরে পেয়েছি আমারই সকল অনুভুতি- এতদিন শুধু তোমারই প্রতিক্ষায় দিয়েছিলাম যার আত্মাহুতি! তোমাকে সপে দিয়েছি আমার মন প্রাণ, এতদিনে পেয়েছে আমার ভালবাসা পরিত্রাণ! আজকে আমি ভুলতে পেরেছি আমার সকল দুখ, তোমার মাঝে আমি খুঁজে নিয়েছি সর্বনাশা সুখ! তুমি কি উপলব্ধি করে দেখেছো কখনও তোমাকে নিয়েই আমার সকল অনুভুতি, আর তোমাকে ঘিরে বুনি কল্পনার মায়াজাল নাই বা পেলাম প্রান্ত আর নাইবা পেলাম স্থিতি! তুমি কি পারনা আমাকে করে রাখতে আচ্ছন্ন? তোমার সব অনুভুতিতে যা কভু হবেনা অবসন্ন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.