আমাদের কথা খুঁজে নিন

   

=অবসন্ন দিনগুলোর কাব্য

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

অবসন্ন দিনগুলোতে মেঘেরা গড়াগড়ি খায় আসমানের চৌকিতে তাই বজ্র কঁকিয়ে যায়, ইলশেগুঁড়ির আলতো পরশে তরু ও লতা ঘুমায় তাই কি বন্ধু তুমিও ঝিমাও এ সুযোগী অলসতায়! তোমার সমুখে পথেরা সেজেছে পদচিহ্নের তরে প্রান্তর ডাকে: ঘুম ভেঙ্গে তুমি কাঁপাবে পদভারে। ও বাঁকে লুকিয়ে মানুষ খেকোর দল পথিক তুমি কি হারাবে বুকের বল? বল'এ নও তুমি চিন্তা-সাহসে-প্রজ্ঞায় বলীয়ান আয়ু নয় শোনো: এ ধরনী ভালবাসে কুরবান! হা-হুতাশ করে হাজার বছর কি লাভ বলো বেঁচে সত্যের তরে নিংগাড়িবো খুন শেষ বিন্দুও সেঁচে, এ বুকে নামবে মৃত্যু-নিশার লোকজ অন্ধকার দেখার দৃষ্টি সঞ্চিত হলে ওগো বন্ধু আমার; দেখো তুমি বুকের কিনারে সত্যালোকের ছটা তবু কি বলবে: "হেরে গেছ তুমি, উত্তম পৃথিবীটা"? পাতাঝরা দিন এখনো আসেনি হয়ত এ ঋতুতে স্বপ্ন-সাধেরা প্রতিজ্ঞ সদা সত্যের থিতুতে, তুমি দো'আ করো, তুমি সিজদায় লুটিও তুমি সাথী হও, তুমি হাতে হাত রেখে দিগন্তে ছুটিও! আত্মার চোখে চেয়ে দেখো সপ্তাকাশের পানে কি পরম ভালবাসা নিয়ে প্রিয় মোদের আহ্বানে! পথেরা তোমায় ডাকে ভ্রান্তির কলতানে পথেরা তোমায় ডাকে সুন্দর সুবিতানে; তাই বন্ধু আজ আর আলস্য-তন্দ্রা-নিদ্রা নয় হাতে হাত রেখে তুলি প্রার্থনা: যেন স্বপ্ন সত্য হয়। 05.01.2008, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব। ছবি: নিজস্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।