পুলিশ বলছে, গোলাগুলিতে অন্তত চার জলদস্যু নিহত হয়েছে, তবে সহযোগীরা তাদের লাশ নিয়ে গেছে।
এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
লালমোহন থানার ওসি কাজী শহিদুর রহমান জানান, ভোররাতে পুলিশের একটি টহল দলের পর জলদস্যুরা হামলা চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। দীর্ঘ সময় গুলি বিনিময়ের পর জলদস্যুরা মনপুরার ধালচরের বনে সরে যায়।
পুলিশ সকালে সেখানেও অভিযান চালায় বলে ওসি জানান।
ওসি বলেন, “অন্তত চার জলদস্যুরা নিহত হয়েছে। সহযোগীরা পিছিয়ে যাওয়ার সময় তাদের লাশ নিয়ে গেছে। আমরা তাদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তবে নিহতদের নাম জানাতে পারেননি তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।