বুধবার সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের খায়েরহাট বাজারের দক্ষিণে মতির মা’র পুকুরপাড় এলাকার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোরহানউদ্দিন উপজেলার মিহির বাবু (৩৫), সদর উপজেলার রতনপুর গ্রামের ইব্রাহিম (৩২) ও সাহাবুদ্দিন (৩১)।
আহত হয়েছেন আরো অন্তত ৩৫ বাসযাত্রী। এ সময় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
আহতদের ভোলা সদর হাসপাতালে ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় ভোলা বাসস্ট্যান্ড থেকে মির্জাকালু পরিবহনের লোকাল বাসটি চরফ্যাশনের উদ্দেশ্যে ছাড়ার কিছু পরেই এ দুর্ঘটনা ঘটে।
পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে। রাত হয়ে যাওয়ায় বাসটি উদ্ধার করা যায়নি।
রাত সোয়া ৯টার দিকে পুলিশ বিক্ষুদ্ধদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় বলে জানান ওসি এনায়েত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।