আমাদের কথা খুঁজে নিন

   

ভোলায় ফেরি পারাপার বন্ধ

বৃহস্পতিবার সকাল থেকে ফেরি পারাপার বন্ধ রয়েছে।
এতে উভয়পাড়ে দুই শতাধিক যান আটকে তীব্র জটের সৃষ্টি হয়েছে।
ফেরি পারাপার বন্ধ থাকায় ভোলার সঙ্গে লক্ষ্মীপুর, ঢাকা, চট্রগ্রামসহ ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফেরি ইনচার্জ সিহাব উদ্দিন জানান, বুধবার বিকালে তীব্র জোয়ারে ভোলার ইলিশ ফেরি ঘাটের সংযোগ সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। সকালে জোয়ারের চাপে সড়কটি ভেঙ্গে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়।
এতে ঘাটের উভয়পাড়ে  আটকা পড়েছে দুই শতাধিক যান।
এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে ওই রুটে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলার চলাচলও আপাতত বন্ধ রয়েছে।
কবে নাগাদ ফেরি চলাচল শুরু হবে জানতে চাইলে সিহাব উদ্দিন জানান, বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংযোগ সড়কটি মেরামত করার পরই ফেরি পারাপার শুরু হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.