স্বপ্ন ছুঁয়ে
তুমিও কি আমার মতোই ভাবো?
স্বপ্ন দেখো আমার মতো?
হঠাৎ কি মনে হয় আকাশের নীলের সাথে কথা হবে?
আমি কি্ন্তু জানি না,
কেন এই নির্জন দুপুরে জানালায় তোমার উদাস চোখ,
সেই বিষন্ন্ সময়ের বিষাদ্গ্রস্থ দু্:খময় তরূণী?
ঠিক যেমন পড়েছি উপন্যাসে অথবা দেখেছি আনার কল্পনায়,
ভেবোনা এখানে দুঃখ তোমার ছায়া,
যদি স্বপ্ন না দেখো তুমি,
ভুলে যাও ঘন বর্ষার দিনে বৃষ্টি ছুঁতে,
আমার স্বপ্নের সবটুকু দেবো তোমার হাতের মুঠোয়,
কল্পনার রং তুমি মিশিয়ে দেবে বাস্তবের ধূসরতায়,
নিঃশব্দে বলি তোমাকে,
আমার প্রাত্যহিকের মুখর কল্পনায় তুমি,
যদি সেই চোখে তাকাও, সেই দৃষ্টি মেলে দাও,
যা সব এলোমেলো করে দেয় ঊনিশ বছরের তরুণের ,
তবে বলব ,এক আচমকা বৃষ্টির দিনে ভিজব তোমার সাথে ,
মনটা ছুঁতে চাইব তোমার হাতটা ছুঁয়ে,
বল , তুমিও কি এভাবেই ভাববে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।