আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনায় অনধিকার চর্চা

shamseerbd@yahoo.com

[ উৎসর্গ : সাইফাই জায়েদুল আলম সিজার কে ] মৌসুমের প্রথম বৃষ্টিতে নিজেকে শুদ্ধ করতে গিয়ে আহবান পৌঁছে দিয়েছিলাম তোমার দুয়ারে উপেক্ষা করতে পারনি এসেছিলে ছুটে। তুমি , আমি , হুডখোলা রিক্সায় বৃষ্টির অবিরাম ঝাপটায় কাকভেজা , আবেগের উচ্ছলতায়। জোছনা ভেজা সাগর পাড়ে হাত ছুঁয়ে পাশে পাশ তুমি আমি বসে রই অলক্ষ্যে দুটি ঠোঁট সাগরে বিলীন হয়। এমনি করে আরো কত তপ্ত রোদে অথবা বজ্রনিণাদে তীব্রশীতে নয়তোবা হেমন্তের সুঘ্রানে কল্পনায় আবেগের অসুখ সুখ সুখ অনুভূতির খেলা বাস্তব আর কল্পনার দ্বিমুখী যাত্রা । তবুও থেমে নেই কল্পনায় অনধিকার চর্চা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।