স্বপ্ন ছুঁয়ে
অপূর্ব হাসিটা আঁকে রঙ্গিন ছবি,
পরিতৃপ্তির ছায়া খেলা করে আপন মনে,
স্নেহের আলোয় মায়াবী মুখ,
তোমার মুখে একি নাম না জানা আনন্দ?
তুমি যে আজ মা হয়েছ মেয়ে,
সাফল্যের উপলব্ধি অনুভুতির কণায় কণায় ,
কেমন মিষ্টি করে চুমু খাও ছোট্ট পরীর গালে!
হাসতে হাসতে তুলতুলে ছোট আঙ্গুলগুলো নিয়ে খেলা কর,
গালে গাল লাগিয়ে বুঝিয়ে দাও মায়ের ভালবাসা, ছোট্ট দুষ্টুটাকে
বুকের স্পন্দন শোন বুকে বুক রেখে,
কি ব্যস্ততা তোমার, ছোট্ট সোনাটার খিদে পেয়েছে যে!
আকুলতা ,তোমার আকুলতা ছুঁয়ে যায় ভালবাসা,
গভীর রাতেও ক্লান্তি নেই তাকে শোনাতে চাঁদের গল্প,
দুশ্চিন্তায় তীব্র অস্থিরতা, তার কান্না দেখে ঘুম ভেঙ্গে,
নিঃসার্থ স্নেহ তোমার, তুমি যে মা হয়েছ মেয়ে,
কি আপ্লুত মায়ের ভালবাসায় তুমি সময় কাটাও তোমার ছোট্ট পরী কে নিয়ে!
এই তো সেই নাম না জানা ভালবাসা তোমার ই অস্তিও থেকে আসা অস্তিত্ত কে ঘিরে,
তুমি যে মা হয়েছ মেয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।