স্বপ্ন ছুঁয়ে
এক অন্ধকার রাতের গল্প,
নাকি অপ্রার্থিত আলোর রাত?
বৃষ্টি নামে শহরের বুকে,
এক দুই ফোঁটা নয়,
মন ভিজিয়ে দেয়া বৃষ্টির রাত,
অবিরাম পৃথিবীর সাথে বন্ধুত্ব করতে আসা মেঘের দল,
ভালোবাসার শব্দ শোনায় মাটিতে নেমে,
যেমন হয় এই রাত,
আকাশের হাসিতে ভরা আলোয় ক্ষণিক চমকে ওঠা নির্জন রাস্তা,
তবে যেন আঁকে নতুন ছবি,
তরুণীর হাত ধরে হাঁটতে থাকা এক তরুণ,
বৃষ্টিতে ভেজে না,
ছাতার আড়াল করা তরুণী,
আর অর্ধেক ভিজে যাওয়া ছেলেটা,
কখন ও আকাশের দিকে তাকায় তারা,
আর ভালোবাসার হাসিতে নিমগ্ন ,
হাঁটতে থাকে এই অন্ধকার বৃষ্টি ভেজা রাতে,
মন ভিজতে থাকা দু' জনের বৃষ্টি ছুঁয়ে,
তাইতো অন্য গল্প লেখা হয়ে যায় এই অবিরাম বৃষ্টির রাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।