আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যেক সমাপ্তির মুহূর্তে

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

প্রত্যেক সমাপ্তির মুহূর্তে _______________ আমি আনন্দ দেখিনা আর তাবৎ সৃষ্টিরা ভিজে ভিজে শোক হয়- ওরা ঝরা জল নয় আকাশের কান্নায় ধুয়ে যায় পাপ শূন্যে ওড়েনা আর ডানাবাজ তার পালকে আটকানো নক্ষত্র চাপ। আহ্‌ আজ বাতাস ভারি হলো ধোঁয়া ধোঁয়া- সৃষ্টিরাজ একদিন তার গৃহ ফুটো করে সুড়ঙ্গ বানাবে, হারিয়ে যাবে কালো গর্ভে- আমি শুনেছি ওখানে অন্ধকারেও আলো আছে কিনা, আমি জানিনা চোখবন্ধ আঁধারেও কেন স্বপ্নেরা বর্ণীল ! উৎকণ্ঠায় আমি অপেক্ষায় থাকি এক জনম রহস্যের যার আংশিক বিশ্লেষনের পূর্বেই নিম্নমূখী সব চেতনা- সম্ভবত প্রত্যেক সমাপ্তির মুহূর্তে শোকেরা একত্রিত হয়, ঘনবদ্ধ হয় অতঃপর ফেটে ফেটে জল হয়।। ___________________________ ____বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.