কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসসংলগ্ন একটি মেসে সোমবার মধ্যরাতে শিবির ক্যাডারদের হামলায় ছাত্রদলের আট কর্মী আহত হয়েছেন। আহত ইমাম হোসেন, মোহাম্মদ আলম ও মোহাম্মদ রফিককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবির ক্যাডারদের হামলায় ছাত্রদলকর্মী আহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল ও পরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সোমবার কক্সবাজারে অনুষ্ঠিত জামায়াত-শিবিরের অনুষ্ঠানে যোগ না দেওয়ায় মধ্যরাতে শিবির ক্যাডাররা ছাত্রদলকর্মীদের ওপর নগ্ন হামলা চালিয়েছে। অপরদিকে শিবিরের কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি সরোয়ার কামাল সিকদার ছাত্রদল নেতাদের অভিযোগ সত্য নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।