আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিতের হত্যাকারীরা আর কেউ নয়, ইসলামী ছাত্র শিবির হত্যা করেছে বিশ্বজিত কে ! নাহিদ একজন শিবির কর্মী!

আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা বিশ্বজিৎ হত্যার পর থেকে সংবাদপত্রের পাশাপাশি অনলাইন মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। প্রকাশ্যে হত্যার এ ঘটনায় সব পক্ষই আঙ্গুল তুলেছে ছাত্রলীগের দিকে। কারণ জড়িতরা আওয়ামী লীগের ব্যানারেই সক্রিয় ছিল। ঘটনার দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অবরোধ বিরোধী মিছিলের নেতৃত্বেও নাহিদ কে দেখা গেছে।

পত্রিকায় প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ঘটনাস্থলের পাশেই পাঞ্জাবী-টুপি পরিহিত এক ব্যক্তি। বিশ্বজিতের ওপর হামলার সময় তিনি পাশেই দাঁড়িয়ে ছিলেন। তার নাম মোহাইমেন আল মাসুদ। মোহাইমেন জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার তথ্য অনেকেই দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে দেওয়া চাঁদার (বায়তুল মাল) রসিদেও পাওয়া গেছে মোহাইমেনের নাম।

ক্যাম্পাস সূত্র জানায়, মোহাইমেনের পাশাপাশি নাহিদও গোপনে শিবিরের রাজনীতে যুক্ত। নাহিদকে প্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সেও এমন তথ্য দিয়েছে। নাহিদের পুরো নাম 'মাহফুজুর রহমান নাহিদ'। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সে। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশে।

তার বাবা মাওলানা মহিউদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। পারিবারিকভাবেই তারা সবাই জামায়াত শিবির করে। নাহিদের বড় ভাই তাফসীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র। সে রাবি’র শহীদ সোহরাওয়ার্দী হল শাখার শিবিরের সভাপতি। ছাত্রলীগ কর্মী ফারুক হত্যাকাণ্ডের আসামীও সে।

তথ্য সুত্র: দেখুন লিংকে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।