আমাদের সামুর গর্ব রাগিব ভাই। অভিনন্দন!!
দ্য ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড ২০১৩: পুরস্কার পেল শিক্ষক ডট কম
দ্য ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড (আইএসআইএফ), এশিয়ার চলতি বছরের বার্ষিক পুরস্কার পেয়েছে শিক্ষক ডট কম (http://www.shikkhok.com) এবং ‘আমার দেশ আমার গ্রাম’ (http://www.amardeshamargram.com। গতকাল মঙ্গলবার এ পুরস্কার (http://isif.asia/awards2013) ঘোষণা করা হয়। এবারে পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছে ইনোভেশন অন লার্নিং অ্যান্ড লোকালাইজেশন বিভাগে ‘শিক্ষক ডট কম’ ও মানবাধিকার বিভাগে ‘আমার দেশ আমার গ্রাম’।
এ ছাড়া কমিউনিটি চয়েজ অ্যাওয়ার্ড বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অব প্রিসিসিয়ন এগ্রিকালচার ইনফরমেশন সিস্টেম’ পুরস্কার পেয়েছে। লার্নিং বিভাগে চলতি বছর নানা দেশের ১৫টি প্রকল্পের মধ্যে মুক্ত জ্ঞানের আসর শিক্ষক ডট কম সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে। Untitled-2২০১২ সালে সম্পূর্ণ বাংলায় চালু হয় শিক্ষক ডট কম। এর পরিচালক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান গতকাল ই-মেইলে প্রথম আলোকে জানান, ‘পুরস্কার পাওয়াতে খুব ভালো লাগছে। গত ৪ মাসে গুগলের রাইজ অ্যাওয়ার্ড এবং ডয়চে ভেলের দ্য ববস অ্যাওয়ার্ডের পর এটি আমাদের তৃতীয় পুরস্কার।
এক ঝাঁক উৎসাহী তরুণ স্বেচ্ছাসেবী শিক্ষকের হাতে গড়ে ওঠা শিক্ষক ডট কম অদূরভবিষ্যতে বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে, এ আমার দৃঢ় বিশ্বাস। ’ ফিউচার সলিউশন ফর বিজনেসের (এফএসবি) আমার দেশ আমার গ্রাম দীর্ঘদিন ধরে গ্রামীণ পণ্য ই-কমার্স সেবার আওতায় এনেছে। তৃণমূল পর্যায়ের উৎপাদকদের পণ্য সরাসরি অনলাইন বাজারে ঢুকতে সহায়তা করছে আমার দেশ আমার গ্রাম। সাদেকা হাসান ও আতাউর রহমান দম্পতি এটি পরিচালনা করেন। সাদেকা হাসান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এর আগেও আমরা একাধিক পুরস্কার পেয়েছি তবে এবার আইএসআইএফে বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়ে ভালো লাগছে।
আশা করছি আইজিএফে অংশ নিয়ে আমরা আমাদের কাজের পূর্ণাঙ্গ বিষয়গুলো তুলে ধরতে পারব। ’ পুরস্কার হিসেবে বিজয়ীরা তিন হাজার অস্ট্রেলীয় ডলার পাবেন। এ ছাড়া চলতি বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০১৩ (আইজিএফ)-এ নিজেদের প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবেন। —নুরুন্নবী চৌধুরী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।