আমাদের কথা খুঁজে নিন

   

জীবন থেকে নেয়া কৌতুক (পর্ব-০২)

রাত জেগে অনন্তকাল চাঁদ দেখা, কিম্বা ক্লান্তিহীন তারা গুনে চলা এক যুবক

চিরুনী নাই আয়না আছে আমি আমার অফিসে একদিন বসে আছি । আমার সাথে আমার দুই সহকর্মী কামরুজ্জামান আর জসিম সাহেব বসে আছেন । বাইরে মুষলধারে (মানে কুকুর বিড়াল) বৃষ্টি হচ্ছিল । তে এই সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার এক সহকর্মী বাইরে থেকে অফিসে প্রবেশ করল । মাথার চুল ভিজে গিয়েছিল বলে, সহকর্মী টি চুলের পানি ঝেড়ে ভাবল, একটা চিরুনী হলে ভালো হয় । তাই আমার পাশে বসা সহকর্মী কামরুজ্জামান সাহেব কে বলল, দাদা চিরুনী আছে? তখন কামরুজ্জামান সাহেব উনার টাক মাথা টা ঘাড়টাসহ নিচু করে এগিয়ে দিয়ে বলল, দাদা চিরুনী নাই, আয়না আছে । আমরা সবাই দেখলাম কামরুজ্জামান সাহেব এর টাক মাথাটা আয়নার চেয়েও চকচক করছে । জীবন থেকে নেয়া কৌতুক (পর্ব-০১)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.