আমাদের কথা খুঁজে নিন

   

জীবন থেকে নেয়া কৌতুক (পর্ব-০১)

রাত জেগে অনন্তকাল চাঁদ দেখা, কিম্বা ক্লান্তিহীন তারা গুনে চলা এক যুবক

পড়ালেখার সুবাদে আমি খুলনা প্রকৌশল ও প্রষুক্তি বিশ্ববিদ্যালোয়ের অমর একুশে হলের বাসিন্দা ছিলাম তিন বছর যাবৎ। এই হলের ছাএরা অমর একুশে হলের নাম দিয়েছে হোয়াইট হাউজ। কেন হোয়াইট হাউজ সেটা আরও একদিন বলব। যাই হোক হোয়াইট হাউজের ২০৫ নং রুমে ছিল আমার বসবাস । রুমে নানা সময় নানা মজার ঘটনা ঘটত.. ঘটনা: ০১ (Problem কোনো সমস্যা না) আমার রুমমেট পাভেল একদিন বলছে.. "আজ একটা ইয়ে হয়ে গেছে।

ইয়ে গিয়ে ইয়ে জমা দিয়ে ইয়ে তুলটে হবে। আজকের দিনটা পুরা ইয়ে হোয়ে গেল"। এরকম ইয়ে ইয়ে শুনতে শুনতে আমরা রুমের সবাই তো হেসে অস্হির । লজ্জায় সে আমদের আর বলে নি আসলে ইয়ের মানে কি ছিলো। পরে জেনেছি সেটা ছিলো: "আজ একটা ভুল হয়ে গেছে।

প্রশাসনিক ভবনে গিয়ে দরখাস্ভ জমা দিয়ে সার্টিফিকেট তুলতে হবে। আজকের দিনটা পুরা মাটি হোয়ে গেল" যাই হোক, পাভেলের ঐ কথা শুনে আমার অন্য রুমমেট বলল, "আরে Problem কোনো সমস্যা না " । এবার এই কথা শুনে আবার হাসির রোল পড়ে গেল । আসলে ঐ কথাটা সে বলতে চেয়েছিল, এটা কোন সমস্যা না । জীবন থেকে নেয়া কৌতুক (পর্ব-০২)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.