হাই, আমি শারমিন টুম্পা।
জীবন নদী সাগরের খোজে ছুটে চলেছিল
সাথে নিয়ে সীমাহীন গতি
মরীচিকার টানে বার বার বাক নিয়ে সে
কাছে টেনে নেয় অপরিসীম ক্ষতি
দিকভ্রষ্ট হয়ে যখন সে ক্লান্ত অসহায়
তলিয়ে যেতে থাকে দুঃখের বালুচরে
হঠাৎ কে যেন এসে হাত বাড়িয়ে দেয়
নতুন আশার জন্ম হয় মনের অগোচরে ।
তূর্ষার্ত মনটাকে দেয় একফোটা জলের সুখ
আনন্দে দিশাহার হয় এমন
সুখের চমকে ঝলমল করে এই মুখ ।
সে আমার দুঃখের রাতে সুখের স্বপ্ন
অনেক কষ্টের পর ফিরে পাওয়া অনন্দের ছোয়া
নতুন জীবনের আশায় কেটে যায় এই লগ্ন
অন্তর ছুয়ে যায় হিমেল দক্ষিনা হাওয়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।