গত ৯ মে থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি কাউন্সিলের অনুমোদনের দাবীতে লাগাতার কাস বর্জন, ধর্মঘট ও মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শিার্থীরা।
ফার্মাসি বিভাগের ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রায় সাড়ে তিন বছর পার হওয়া সত্ত্বেও বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের অনুমোদন না পাওয়ায় স্নাতক ডিগ্রী অর্জনের পরও ভবিষ্যতে তাদের উচ্চ শিা অর্জনে বিদেশ যেতে ও কর্মেেত্র অনিশ্চয়তার সৃষ্টি হবে। শিার্থীদের অভিযোগ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ালেখায় মানসম্পন্ন না হওয়া সত্ত্বেও উৎকোচ প্রদানের মাধ্যমে ইতোমধ্যেই অনুমোদন নিয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এবং ঢাকা থেকে নোবিপ্রবি দূরে হওয়ায় একাধিকবার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার তারিখ নির্ধারণ করেও কাউন্সিলের কর্মকর্তাদের অবহেলার কারণে তারা পরিদর্শনে আসেননি। এ বিষয়ে ফার্মাসি বিভাগের শিকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলে প্রেরণ করেছেন বলে অভিহিত করেন। কিন্তু কতদিনের মধ্যে অনুমোদন পাওয়া সম্ভব সে বিষয়ে তারা কোন আশ্বাস দিতে পারেননি। ফার্মাসি বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিার্থীদের পরীা প্রায় সন্নিকটে থাকায় এ বিষয়ে তাদের অনিশ্চিত কর্মজীবন সম্পর্কে বেশি উদ্বিগ্ন দেখা গেছে।
শিার্থীরা আরো জানায়, যতদিন পর্যন্ত বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল কর্তৃক অনুমোদর বিষয়টি নিশ্চিত না হচ্ছে ততদিন পর্যন্ত তারা তাদের চলমান কর্মসূচী অব্যাহত রাখবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।