আমাদের কথা খুঁজে নিন

   

এপার্টমেন্ট প্রজেক্ট (কিছু মতামত ও সাজেশন প্রয়োজন)



আমরা বন্ধুরা মিলে একটি এপার্টমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছি। যাদের এরকম প্রজেক্টের বাস্তব অভিজ্ঞতা আছে বা যারা এ বিষেয়ে এক্সপার্ট বা যার কাছে কোন তথ্য/লিংক আছে, অনুরোধ করছি আপনার মতামত জানানোর।.......... ০১. আমাদের ১ম প্রজেক্ট হচ্ছে একটি সুইটেবল স্থানে জমি ক্রয়। বাজেট ৪০,০০,০০০/ (চট্টগ্রামে ৩.৫ - ৪ কাঠা) ০২. ২য় প্রজেক্ট হচ্ছে ৫.৫ স্টরিড বিল্ডিং এর কাজ। ১মতলা ১ ইউনিট + গ্যারেজ ২য়তলা ২ ইউনিট ৩য়তলা ২ ইউনিট ৪র্থতলা ২ ইউনিট ৫তলা ২ ইউনিট ৬ষ্ঠতলা ১ ইউনিট ৯ বা ১০ জনের প্রজক্টে আপনাদের সাজেশন চাচ্ছি। ০৩. কেমন খরচ হতে পারে? ০৪. নন্যুতম কতজন হলে খরচ অনুযায়ী রেসুও সহজে ভাগ করা যায়। ০৫. মোট খরচের(জমি+বিল্ডিং) সব ইউনিটের সবাই কি সমান অনুপাতে খরচ বহন করবে? নাকি আনুপাতিক হারে ১ম তলা হতে ৬ষ্ঠ পর্যন্ত কম বেশী হবে। % বা সঠিক হিসাব কি হবে? ০৬. এরকম প্রজেক্ট এর কারও কাছে যদি টামর্স ও কন্ডিশন কোন কপি থাকে, আমাকে দিলে খুবই উপকৃত হবো। ০৭. আপনাদের সাজেশন চাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।