আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ায় সবচাইতে দামি এপার্টমেন্ট যে সব শহরে

আজকাল বাংলাদেশে এপার্টমেন্টের দাম অসম্ভব বেড়ে গেছে। না শুধু ঢাকাতেই না পৃথিবীর প্রায় সব শহরেই। আসুন দেখা যাক সবচাইতে বেশি দামী এপার্টমেন্টগুলো কোন কোন শহরে। এদের মধ্যে সবচাইতে সস্তাটা দিয়েই শুরু করি: ১। উপরের ছবিটা কানাডার বিখ্যাত শহর টরন্টোর, আর এখানকার মোটামুটি ভাল জায়গাতে এপার্টমেন্টের দাম প্রতি বর্গফুট ৪৪,৩৩৭.০০ টাকা (চুয়াল্লিশ হাজার তিনশত সাইত্রিশ টাকা)।

২। উপরের ছবিটার জায়গাটা অনেকেই চেনেন, হ্যাঁ অস্ট্রেলিয়ার সিডনি, এখানে সাধারণ এলাকায় এপার্টমেন্টগুলি কিনতে গেলে প্রতি বর্গফুটের দাম পড়বে প্রায় ৫২,০০০.০০ টাকা। ৩। নীচের জায়গাটা ইসরাইলের রাজধানী তেলআভিভে আর এখানকার মাঝারি বা উচ্চবিত্ত এলাকাতে এপার্টমেন্টগুলো বিক্রি হয় প্রতি বর্গ ফুট প্রায় ৫২,৬৪০.০০ টাকা করে। ৪।

উপরের জায়গাটা তাই্ওয়ানের রাজধানী তাইপে আর এখানে ছবির বিল্ডিয়এ একটা এপার্টমেন্ট কিনতে গেলে দাম পড়বে আনুমানিক প্রতি বর্গফুট ৫৩,৩৩০.০০ টাকা। ৫। নীচের জায়গাটা রাশিয়ার মস্কো, একসময়কার কম্যুনিষ্ট রাস্ট্র, আর এখানে এপার্টমেন্টর দাম প্রতি বর্গ ফুট ১,০০,০০০.০০ টাকা করে, হ্যাঁ ঠিকই লিখেছি, প্রতি বর্গ ফুট এক লাখ টাকার বেশী পড়বে। ৬। এবার দুণিয়ার অন্যতম সুন্দর আর আকর্ষনীয় শহর সিঙ্গাপুরের এপার্টমেন্টের দাম।

এখানে ভাল এলাকাতে একটা মাঝারি এপার্টমেন্ট কিনতে গেলে প্রতি বর্গফুট পড়বে ১,২৫,৪০০.০০ টাকা করে। ছবি দেখুন নীচে: ৭। উপরের ছবিটা অনেকের পছন্দের শহর ফ্রান্সের রাজধানী প্যারিসের, আর এখানে ভাল এলাকাতে ছোট খাট এপার্টমেন্ট কিনতে আপনাকে খরচ করতে হবে প্রতি বর্গফুট প্রায় ১,৩৫,৪০০.০০ টাকা। ৮। এবার নীচে দেখুন, জায়গাটা হংকং, এখানে এপার্টমেন্ট এর দাম প্রতি বর্গফুট প্রায় ১,৪৫,০০০.০০ টাকা করে।

৯। উপরের ছবিটার জায়গাটা অনেকের চেনা, হ্যাঁ বৃটেনের রাজধানী লন্ডন, এখানে ২০০০ বর্গফুটের একটা এপার্টমেন্ট কিনবেন তো আপনাকে গুনতে হবে প্রতি বর্গফুট ১,৫৪,০০০.০০ X ২০০০ বর্গফুট= ৩০৮,০০০,০০০.০০ টাকা। ত্রিশ কোটি আশি লাখ টাকা। ১০। হ্যাঁ এবার দুনিয়ার সবচাইতে দামী এপার্টমেন্টের দেশে চলুন।

জায়গাটা দুনিয়ার সবচাইতে ছোট দেশ মোনাকো আর এখানে একটা এপার্টমেন্ট কিনতে গেলে দাম পড়বে প্রতি বর্গফুট প্রায় ৪০০,০০০.০০ টাকা!। ২৫০০ বর্গফুটের একটা ফ্লাট পড়বে প্রায় ৮০০,০০০,০০০.০০ আশি কোটি টাকা! ছবি দেখুন নীচে: সুত্র: Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.