আমাদের কথা খুঁজে নিন

   

একটা এপার্টমেন্ট কেনার আগে যে বিষয়গুলো মনে রাখা দরকার

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

শহরের শব্দ রঙিন আর বাজনাওয়ালা বেলচার ঘষায় উঠে আসা পাথরের ছলাৎ ছলাৎ এখানে নতুন দালান হবে নতুন কক্ষের বিশ বাই পনেরতে হিসি করবে, ডাইপার পড়া সাজিদ আর কমদামী টাইলসে পড়বে হলুদাভ রেখা বেইসমেন্টে অনেকগুলো গাড়ী জমা হবে গাড়ী জুড়ে বইবে শিফনের গন্ধ জামদানী আর স্কার্ট বেয়ে উঠবে নামবে কিছু সফল হাত জেনারেটর হবে, ছাদে বার-বি-কিউ ছাদের নীচে বুশরার সেগুনে উনসত্তর দেয়ালে এলসিডি, ট্রান্সটেক একটা হোম, অনেকগুলো লোন এ্যামেরিকান এক্সপ্রেস ঘটাং ঘষবে নন্দনে, আগোরায় উমম!! মিষ্টি একটা ঘর ও কক্সবাজার আর কুয়াকাটার ফ্ল্যাটে বুকিং দিয়েছে উমম!! স্টুডিও এপার্টমেন্ট সাফ কেবলায় উমম!! গোলাপী স্বপ্ন বেরিয়ে আসবে এটিএম থেকে খ্যারখ্যার করে উমম!! ডিস কাউন্ট অনেকগুলো রূম থাকবে অনেকগুলো মানুষ আসবে অনেকগুলো বয়স ভাঙবে হতে থাকবে উনসত্তুর টাকিলা উমমাহ!! মাসজুড়ে ইফতার হবে বছর জুড়ে আর্টকালচার কোরবানীতে গরুর উরু লিফট ছাদে যাবে আর বাক্স বাক্স হাওয়া নিয়ে নীচে নামবে শেয়ার বাজার, উমম! উমম! উমম! উমম! উল্টো দেয়ালে বাঁশ ভরা ভ্যানগাড়ীতে শ্রমিকের ছায়া কোছার মোবাইল ভাইব্রেটরে ঝিম!!!মমমম!!! ঝিম!!!মমমম!!! কবিরা উমম!! বলতে চায় কবিরা শ্রমিকের ছায়া নিয়ে ছায়াছবি বানাতে চায় তারা বিদেশী ফ্ল্যাট খোঁজে দেশী গন্ধের বিদেশি শিফন আর র্স্কাটে আর্টকালচার আর উনসত্তুরের ক্ষুধা সফল হাতগুলো সোয়াপ সোয়াপ খেলে কবিরা সব ক্ষুধা বোঝে তাদেরওতো ক্ষুধা আছে সবাই মুখোবই বইমুখো খেলে সবাই এপার্টমেন্ট পেতে চায় উমম!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.